আর্কাইভ থেকে ফুটবল

ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

ফ্রেঞ্চ লিগ ওয়ানে দুই ম্যাচ নিষিদ্ধ নেইমার

দুর্দান্ত পারফর্ম করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বায়ার্নের বিপক্ষে দারুণ জয় তুলে নেয়ার পরই দুঃসংবাদ পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। এ ম্যাচে পিএসজি তারকা নেইমার পারফরমেন্সও ছিল দেখার মতো। গোল না পেলেও দলের ৩ গোলের দুইটি গোলেই অ্যাসিস্ট করেছেন নেইমার।

পিএসজির হয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানে পরের দুটি লিগ ম্যাচে নিষিদ্ধ হয়েছেন তিনি।

গেল শনিবার লিগ ম্যাচে লিলের কাছে ০-১ গোলে পরাজিত হয় পিএসজি। সেই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন নেইমার।

প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে তর্কে জড়ানোয় দ্বিতীয় হলুদ কার্ড দেখান রেফারি। নিয়মানুযায়ী একই ম্যাচে দুই হলুদ কার্ড দেখার শাস্তি হলো এক ম্যাচের নিষেধাজ্ঞা। কিন্তু লিগ ওয়ান কর্তৃপক্ষ নেইমারকে দুই ম্যাচে মাঠের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে। 

নিষেধাজ্ঞা আসলে তিন ম্যাচের। তবে এক ম্যাচে আছে স্থগিত নিষেধাজ্ঞা। কার্ডসংক্রান্ত এক ম্যাচ, আর মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের দিকে তেড়ে যাওয়ার শাস্তি হিসেবে আরও দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড। তবে ফরাসি ফুটবল ফেডারেশন, এক ম্যাচ স্থগিত নিষেধাজ্ঞা দিয়েছেন তাকে। 

যার ফলে ১০ এপ্রিল স্ট্রাসবার্গের বিপক্ষে অ্যাওয়ে এবং ১৮ এপ্রিল সেইন্ট এতিয়েনের বিপক্ষে হোম ম্যাচ খেলতে পারবেন না নেইমার। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ফ্রেঞ্চ | লিগ | ওয়ানে | দুই | ম্যাচ | নিষিদ্ধ | নেইমার