আর্কাইভ থেকে জনদুর্ভোগ

ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা বন্ধ থাকবে

ঢাকা-আরিচা মহাসড়ক ২ ঘণ্টা বন্ধ থাকবে

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের একটি অংশের সড়ক আজ শনিবার (১০ এপ্রিল) দুই ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

সেতুর বিয়ারিং প‌্যাড নষ্ট হওয়ায় মেরামতের জন্য সড়ক বন্ধ রাখা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী (চা. দা.) মো. গাউস-উল-হাসান মারুফ। তিনি বলেন, ‘সড়ক দুই ঘণ্টা বন্ধ থাকার সময় বিকল্প সড়ক ব্যবহারের জন্য বলা হয়েছে। যাতায়াতকারীরা ধুলিভিটা-ধামরাই-কালামপুর সড়ক, বারইপাড়া-আমতলা বাজার সড়ক, ধুলিভিটা-ধামরাই-দেপশাই সড়ক, হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ সড়ক দিয়ে যাতায়াত করতে পারবেন।’

এর আগে, গেল বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করে মানিকগঞ্জ সড়ক বিভাগ। 

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আরিচা মহাড়কের নয়ারহাট বাস স্ট্যান্ড হতে মানিকগঞ্জ অভিমুখী তিন কিলোমিটার দূরে কেলিয়া নামক স্থানে কেলিয়া-২ লেনের সেতুর বিয়ারিং প্যাড নষ্ট হওয়ায় এবং গার্ডারের ক্র্যাক পরিলক্ষিত হওয়ায় সেতুটি জরুরি মেরামতের জন্য আগামী অথাৎ আজ ১০ এপ্রিল দুপুর ৩ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দুই ঘণ্টা সড়কে যানচলাচল নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই সড়কে যাতায়াতরত যানবাহনকে বিকল্প পথ ব্যবহারে অনুরোধ করা হলো। 

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকাআরিচা | মহাসড়ক | ২ | ঘণ্টা | বন্ধ | থাকবে