আর্কাইভ থেকে ফুটবল

ক্ল্যাসিকোয় রাতে মুখোমুখি রিয়াল-বার্সা

ক্ল্যাসিকোয় রাতে মুখোমুখি রিয়াল-বার্সা

স্প্যানিশ লা লিগার মহা গুরুত্বপূর্ণ ম্যাচে রাতে মুখোমুখি হবে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ। রিয়ালের ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফানোয় বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। ফেসবুক লাইভের মাধ্যমে ম্যাচটি সরাসরি উপভোগ করা যাবে।

লিগ টেবিলের অবস্থা বিবেচনায় ক্ল্যাসিকোর গুরুত্ব অপরিসীম। আজকের ম্যাচে জয়ী দল শিরোপার দৌড়ে থাকা অ্যাথলেটিকোর সাথে পাল্লা দিবে। অপরদিকে পরাজিত হলে শিরোপাস্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে দুই দলের জন্য।

বাঁচা-মরার এমন ম্যাচেই রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। ২৯ ম্যাচ খেলে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে আছে রিয়াল মাদ্রিদ।

তাই বলা চলে আজকের ম্যাচে হারলেই শিরোপাস্বপ্ন শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রিয়াল মাদ্রিদের। অপরদিকে জিতলে অ্যাথলেটিকোর সমান পয়েন্ট হয়ে যাবে লস ব্ল্যাংকসদের। একইভাবে একটি জয় সাময়িক সময়ের জন্য বার্সাকেও টেবিলের শীর্ষে নিয়ে যেতে পারে। কেননা অ্যাথলেটিকো যে মাঠে নামবে আরও দুই দিন পর।
 
সব মিলিয়ে ক্ল্যাসিকোর মহাত্ম বলে বোঝানো যাবে না। রিয়াল-বার্সা দুই দলের জন্যই এবারের মৌসুমটা তেমন একটা ভালো না কাটলেও লিগ শিরোপা জয় তাদের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে আসার ক্ষমতা রাখে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন ক্ল্যাসিকোয় | রাতে | মুখোমুখি | রিয়ালবার্সা