আর্কাইভ থেকে দেশজুড়ে

মিরকাদিমে বিস্ফোরণে দগ্ধ মেয়রের স্ত্রীর মৃত্যু

মিরকাদিমে বিস্ফোরণে দগ্ধ মেয়রের স্ত্রীর মৃত্যু

মুন্সিগঞ্জের মিরকাদিমের মেয়র আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মেয়র স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (১০এপ্রিল) দুপুর ১টায় দিকে রাজধানী ঢাকার শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এর আগে শুক্রবার (৯এপ্রিল) তার শারীরিক অবস্থার অবনতি হলে ৭২ঘন্টার জন্য লাইফ সাপোর্টে নেয়া হয়েছিলো।  

বিষয়টি নিশ্চিত করে পৌর মেয়র, চিকিৎসকের বরাতে তিনি জানান, ঘটনার দিন নিহতের শরীরের ৬০ ভাগ পুড়ে গিয়েছিলো।

এদিকে ওই ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি অপর ১২ জনের মধ্যে পৌরসভার এক কর্মকর্তা মনির হোসেন(৫০) সহ ২ জন গুরুতর অবস্থায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৬এপ্রিল) রাত নয়টার দিকে পৌরসভার রামগোপালপুর এলাকায় কাউন্সিলর ও অন্যদের সাথে নিজ বাড়িতে পৌরসভার গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে মেয়র আব্দুস সালাম আলোচনায় বসেন। 

এর কিছুক্ষণ পরই বিকট শব্দে ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পৌর মেয়র স্ত্রী কানন বেগম(৪০), ২ প্যানেল মেয়র রহিম বাদশা(৫৫), আওলাদ(৪০), কাউন্সিলর দ্বীন ইসলাম, মোঃ সোহেল সহ   যুবলীগ কর্মী তাইজুল(২০), মোঃ মোশারফ(৬২), মনির হোসেন(৫০), শ্যামল দাশ(৪৫),  পান্না(৫০), কালু(৪০), কানন(৪০) ও মহিউদ্দিন মোট ১৩জন দগ্ধ হয়। ঘটনার পরই ১২জনকে গুরুতর অবস্থায় শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে প্রেরণ করা হয়েছিলো।

বিস্ফোরণের বিষয়টি নিয়ে রহস্য ও প্রতিপক্ষের পরিকল্পিত হামলা হতে পারে বলে অভিযোগ তুলে আহতদের স্বজনরা। তবে ঘটনার পর সিআইডির বোমা নিষ্ক্রিয় টিম, ফায়ার সার্ভিস ও জেলা পুলিশ ঘটনাস্থলের আলামত পরীক্ষার করে তদন্ত চালাচ্ছেন।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন মিরকাদিমে | বিস্ফোরণে | দগ্ধ | মেয়রের | স্ত্রীর | মৃত্যু