আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে দমন-পীড়নে একদিনেই নিহত আরও ৮০

মিয়ানমারে দমন-পীড়নে একদিনেই নিহত আরও ৮০

মিয়ানমারের বাগোতে অভ্যুত্থানবিরোধীদের ওপর নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে একদিনেই ৮০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলো।

শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে শনিবার দিনভর সশস্ত্র অভিযান চালানো হয়। এরমধ্যেই, দেশটির পূর্বাঞ্চলে সশস্ত্র আদিবাসীগোষ্ঠীর হামলায় অন্তত ১০ পুলিশ নিহত হয়েছে।

জান্তাবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় এবং অতর্কিত গুলির প্রতিবাদে ওই হামলা চালানো হয়। বিবিসি ও রয়টার্স জানায় শনিবারও মিয়ানমারের বিভিন্ন শহরে দিনভর জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত ছিল।

শনিবার দেশটির বাগো শহরে বিক্ষোভকারীদের ওপর সশস্ত্র অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময়, বিক্ষোভকারীদের দমনে গুলির পাশপাশি গ্রেনেডও ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। চলে বাড়িতে বাড়িতে তল্লাশি। এতে, একদিনেই অন্তত একশ বিক্ষোভকারী নিহতের খবর জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংগঠন। আবার গ্রেফতার আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় এ বিষয়ে সঠিক তথ্য পেতে দেরি হয় বলেও জানায় তারা।

এদিকে, শনিবারও মিয়ানমারের প্রধান শহরগুলোতে জান্তাবিরোধী বিক্ষোভ অব্যাহত ছিল। এ সময়, অভ্যুত্থানবিরোধী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে জান্তাবিরোধী স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। একইসঙ্গে, দেশটির নেত্রী অং সান সুচির মুক্তির দাবিও জানান তারা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন মিয়ানমারে | দমনপীড়নে | একদিনেই | নিহত | আরও | ৮০