আর্কাইভ থেকে করোনা ভাইরাস

করোনায় আক্রান্ত ১৩ কোটি ৬০ লাখ ছাড়াল

করোনায় আক্রান্ত ১৩ কোটি ৬০ লাখ ছাড়াল

প্রাণঘাতী করোনায় প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। প্রতিদিনই নতুন করে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। ভারত, ফ্রান্স ও ইতালিতে ভয়াবহ অবস্থা ধারণ করেছে করোনা। আজও আক্রান্ত প্রায় সাত লাখ ৩ হাজারের বেশি। আর ভাইরাসটিতে মারা গেছেন ১১ হাজার ২’শর বেশি মানুষ।

সবশেষ করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে শনাক্ত হয়েছেন ১৩ কোটি ৬০ লাখ ১ হাজার ১১২ জন। আর এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৩৯ হাজার ৪০ জনের। এর মধ্যে সুস্থ হয়েছে  ১০ কোটি ৯৩ লাখ ৬২ হাজার ১০৬ জন। করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৫ লাখ ৭৫ হাজার ৫৯৩ জন মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এই পর্যন্ত ৩ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯৫০ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৪৪ লাখ ২৩ হাজার ৫৮৯ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৪৫ হাজার ৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৫১ হাজার ৪৬৯ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে চতুর্থ অবস্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৩ লাখ ৫৫ হাজার ৪৬৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৩০৫ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২০ লাখ ৭৮ হাজার ৩৩৩ জন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | আক্রান্ত | ১৩ | কোটি | ৬০ | লাখ | ছাড়াল