আর্কাইভ থেকে বাংলাদেশ

৭ দিনের সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে

৭ দিনের সাধারণ ছুটির ঘোষণা আসতে পারে

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউনে যাচ্ছে সরকার। তাই এ সাত দিনের ছুটিকে  সাধারণ ছুটির মধ্যে ফেলা হতে পারে।

রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ তথ্য জানা গেছে। 

গত শুক্রবার (৯ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, ১৪ এপ্রিল থেকে ৭ দিনের লকডাউনে জরুরি সেবা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যানবাহন, গার্মেন্টস কারখানাসহ সবকিছু বন্ধ থাকবে। লকডাউন চলাকালে কোনোভাবেই মানুষকে ঘরের বাইরে আসতে দেয়া হবে না।

একই দিন সকালে সরকারি বাসভবনে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশে করোনাভাইরাস ভয়াবহ রূপ ধারষ করায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর হার। কিন্তু এতেও জনগণের উদাসীনতা কমেনি। এ অবস্থায় জনস্বার্থে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য সর্বাত্মক লকডাউনের বিষয়ে সক্রিয় চিন্তা-ভাবনা করছে।

চলমান এক সপ্তাহের ‘লকডাউনে’ জনগণের উদাসীন মানসিকতার কোনো পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।  

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ৭ | দিনের | সাধারণ | ছুটির | ঘোষণা | আসতে | পারে