আর্কাইভ থেকে বাংলাদেশ

কুরআনের ২৬টি আয়াতের অপসারণ চেয়ে রিট বাতিল ভারতের সুপ্রিম কোর্টে

কুরআনের ২৬টি আয়াতের অপসারণ চেয়ে রিট বাতিল ভারতের সুপ্রিম কোর্টে

সম্প্রতি পবিত্র কুরআন শরীফের ২৬টি আয়াতের অপসারণ চেয়ে সুপ্রিম কোর্টে একটি রিট দায়ের করেন ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান সৈয়দ ওয়াসিম রিজভী। তার সেই রিট আবেদন বাতিল করে দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। আজ সোমবার এ আদেশ দেন বিচারপতি আরএফ নরিমনের নেতৃত্বাধীন বেঞ্চ।

ভারতের গণমাধ্যম এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার আদালতে রিট আবেদনটিকে বাজে বলে আখ্যায়িত করেছেন বিচারক। একইসঙ্গে পিটিশন দাখিল করার ব্যয় হিসেবে আবেদনকারীকে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দেন আদালত।

গেল ১১ মার্চ ভারতের শিয়া ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভী পবিত্র কোরআন শরিফের ২৬টি আয়াতের ওপর আপত্তি তুলে পরিবর্তনের আবেদন জানিয়ে রিট করেন সুপ্রিম কোর্টে। রিট আবেদনে বলা হয়, এই ২৬টি আয়াত উদ্দেশ্যমূলকভাবে ইসলামের তিন খলিফা হযরত আবু বকর, হযরত ওমর এবং হযরত ওসমান কুরআনে সংযুক্ত করিয়েছেন। ক্ষমতা সুসংহত করতেই তারা এ কাজ করেছেন বলে উল্লেখ করা হয়েছে।

রিটে আরো বলা হয়, পবিত্র কুরআন শরীফের কিছু আয়াতে মানুষকে সহিংস জিহাদে উৎসাহিত করা হয়েছে। ওই সব আয়াতের কারণে ইসলাম ধর্ম ধীরে ধীরে মূল শিক্ষাগুলো থেকে দূরে সরে যাচ্ছে। যা বর্তমানে সহিংস আচরণ, জঙ্গিবাদ, মৌলবাদ, চরমপন্থা ও সন্ত্রাসবাদের মাধ্যমে চিহ্নিত হচ্ছে। তাই আয়াতগুলো অপসারণের আবেদন জানানো হচ্ছে। রিট আবেদনে আয়াত নম্বরগুলোও উল্লেখ করা হয়।

রিজভির ওই পদক্ষেপের নিন্দা জানায় অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড ও আরও অনেক মুসলিম সংগঠন। আদালতের কাছে রিটটি বাতিলের আহ্বান জানিয়ে বলা হয়েছে, কুরআনের আয়াতগুলোর সত্যতা নিয়ে কোনো বিতর্ক করবে না মুসলমানরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন কুরআনের | ২৬টি | আয়াতের | অপসারণ | চেয়ে | রিট | বাতিল | ভারতের | সুপ্রিম | কোর্টে