আর্কাইভ থেকে দেশজুড়ে

ফুলবাড়ী সীমান্তে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

ফুলবাড়ী সীমান্তে বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের প্রাদুর্ভাব ও চলমান লকডাউন পরিস্থিতিতে সীমান্তবর্তী এলাকার ৫৭০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি। 

সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয় ও কাশিপুর সরকারী বিদ্যালয় মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন।
 
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট ১৫ বিজিবির অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার সাইদুল ইসলাম, কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার ইকবাল হোসেন, হাবিলদার আব্দুর রশীদ, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.এজাহার আলী, উত্তর শিমুলবাড়ী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোয়াজ্জেম হোসেন মজু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউপি সদস্য জয়নাল আবেদিন শাবুল  প্রমূখ। 

এই দুর্যোগ পরিস্থিতিতে বিপাকে পরা সীমান্তবাসীদের মাঝে ৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ২ কেজি আটা, ১ কেজি লবণ, ১ কেজি সোলাবুটসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ফুলবাড়ী | সীমান্তে | বিজিবির | খাদ্য | সামগ্রী | বিতরণ