আর্কাইভ থেকে বাংলাদেশ

কুরআন নাজিলের মাস রমজান

কুরআন নাজিলের মাস রমজান

আরবি মাস অর্থ্যাৎ চন্দ্র মাস বারটি। এরমেধ্য রমজান মাসের মর্যাদা অন্য মাস থেকে অনেক বেশি। তাই মুসলমানদের কাছে এ মাসের গুরুত্বও বেশি। তবে কেন এ মাসের মর্যাদা অন্য মাসের চেয়ে বেশি তা আল্লাহ পবিত্র কুরআনেই বলে দিয়েছেন।

সুরা বাকারায় আল্লাহ বলেন- রমজান হলো এমন মাস, যে মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে।(সুরা বাকারা আয়াত নং-১৮৫)

সুরা কদরে আল্লাহ বলেন, আমি তাকে (কোরআনকে) ‘লাইলাতুল কদর’ বা ভাগ্য রজনীতে অবতীর্ণ করেছি। (সূরা কদর, আয়াত নং ১)

রমজান মাসের ফজিলত নিয়ে অনেক হাদিস রয়েছে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- তোমাদের সামনে রমযান মাস উপস্থিত, যা বরকত পূর্ণ মাস। আল্লাহ তোমাদের উপর রমজানের রোজাকে ফরয করেছেন।

রমজান মাসকে বলা হয় মুমিনের জন্য প্রশিক্ষণের মাস। এ মাসে মুত্তাকির গুণ অর্জন করে বাকি সময় তা অনুসরণ করবে। রোজা পালনের মধ্য দিয়ে নিজেকে সংযমী হতে শিখাবে।

আল্লাহ বলেন- হে মুমিনগণ ! তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয়।(সুরা বাকারা আয়াত ১৮৩)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- হযরত আবু হুরায়রা (রা.) বলেছেন, রাসুল (সা.) এরশাদ করেছেন, যখন রমজান মাস আসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয় এবং দোজখের  দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলিত করা হয়। (বুখারী, মুসলিম)

এ সম্পর্কিত আরও পড়ুন কুরআন | নাজিলের | মাস | রমজান