গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে কোপা আমেরিকা ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছাড়েন লিওনেল মেসি। এরপর প্রায় দুই মাস ছিলেন মাঠের বাইরে।
লম্বা সময় পর রাজকীয় ভবে মাঠে ফিরলেন মেসি। নিজে করলেন জোড়া গোল এবং এক গোলে সহায়তা করলেন সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজকে। আর ইন্টার মায়ামি ম্যাচ জিতলো ৩–১ গোলে।
দলকে জেতানোর পথে এদিন নতুন একটি রেকর্ডও গড়েছেন মেসি। এই ম্যাচের পর এমএলএসে ১৯ ম্যাচে মেসির গোল ১৫ এবং সহায়তাও ১৫টি। যা কিনা এমএলএস ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড।