আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ভারতে মুম্বাই ও দিল্লির পাঁচ তারকা হোটেলগুলো কোভিড হাসপাতাল হচ্ছে

ভারতে মুম্বাই ও দিল্লির পাঁচ তারকা হোটেলগুলো কোভিড হাসপাতাল হচ্ছে

ভারতে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের প্রাদুর্ভাব। এর মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র রাজ্যে। সেখানকার হাসপাতালগুলোতে সব রোগীকে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না। এ অবস্থায় পাঁচ তারকা হোটেলগুলোকে অস্থায়ী হাসপাতাল বা কোভিড সেন্টার হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই পথে এগোচ্ছে দিল্লিও। বেড়ে চলা করোনা সংক্রমণের মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে দিল্লীর রাজ্য সরকার। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোর কাছাকাছি থাকা হোটেলগুলোকে হাসপাতাল বানানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার কর্তৃপক্ষের উদ্বৃতি দিয়ে ভারতীয় গণমাধ্যম জি নিউজ জানায়, যেসব রোগীর শারীরিক অবস্থা তুলনামূলক কম ঝুকিপূর্ণ তারাই পাঁচ তারকা হোটেলের কোভিড সেন্টার থেকে চিকিৎসা নেবেন। চিকিৎসকরাই ঠিক করবে কে হাসপাতালে চিকিৎসা নেবে আর কে হোটেলে। এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে মুম্বাই ও দিল্লির পাঁচ তারকা হোটেল কর্তৃপক্ষ।

এখন পর্যন্ত মুম্বাইয়ে দুটি ও দিল্লিতে তেইশটি চার ও পাঁচ তারকা হোটেলকে কোভিড সেন্টার বা হাসপাতালের রূপ দেওয়ার কথা জানানো হয়েছে। ফলে বাড়তি রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোকে যেভাবে হিমসিম খেতে হচ্ছে তা কিছুটা কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা করেছে কর্তৃপক্ষ।

২৩টি হোটেলকে কোভিড সেন্টার করার মাধ্যমে দুই হাজার ১১২টি শয্যা বাড়ানো সম্ভব হবে বলে নিশ্চিত করেছে দিল্লির কেজরিওয়াল সরকার। প্রথম দফার পর দ্বিতীয় দফায় বাড়ানো হবে ২৮২টি শয্যা। অবশ্য দু'দিন আগে ১৪টি হোটেলকে সম্পূর্ণ কোভিড হাসপাতালের মর্যাদা দিয়েছে দিল্লি রাজ্য সরকার। এরপর বুধবার আরও কয়েকটি হাসপাতালকে তালিকায় অর্ন্তভুক্ত করা হয়।

অপরদিকে, মুম্বাইয়েও আরও কয়েকটি হোটেলকে এই কার্যক্রমের আওতায় আনার কথা জানিয়েছে মহারাষ্ট্র রাজ্য সরকার।

করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে ভারতকে রীতিমত হিমসিম খেতে হচ্ছে। প্রতিদিন দেশটিতে লাখের বেশি রোগী সনাক্ত হচ্ছে। গেল ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে দুই লাখ ৭৩৯ জন। বাড়ছে মৃতের সংখ্যাও।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ভারতে | মুম্বাই | ও | দিল্লির | পাঁচ | তারকা | হোটেলগুলো | কোভিড | হাসপাতাল | হচ্ছে