আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশেষ ফ্লাইটে মানতে হবে যেসব শর্ত

বিশেষ ফ্লাইটে মানতে হবে যেসব শর্ত

করোনাভাইরাস সংক্রমণ রোধে চলছে দ্বিতীয় দফায় সাত দিনের কঠোর লকডাউন। লকডাউনের মধ্যে দেশে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। পাশাপাশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ ঘোষণা করলেও আটকে পরা প্রবাসীদের চলাচলের কথা চিন্তা করে বিশেষ ফ্লাইট চালু করা হয়েছে। 

আগামীকাল শনিবার (১৭ এপ্রিল) থেকে পাঁচ দেশে চলবে এই বিশেষ ফ্লাইট।

বাংলাদেশে যারা ফেরত আসবেন তাদের যা করতে হবে:

১. প্রবাসী বাংলাদেশিরা জরুরি প্রয়োজনে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের শর্তে দেশে আসতে পারবেন।

২. প্রত্যেক যাত্রীকে কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলকভাবে প্রদর্শন করতে হবে।

৩. বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলো দেশে ফিরতে ইচ্ছুক প্রবাসী কর্মীদের তালিকা প্রস্তুত করবে।

৪. বিদেশ থেকে ফেরত যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিতের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ দিয়াবাড়ি, চট্টগ্রাম ও সিলেটে পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে রাখবে।

৫. পাঁচটি দেশ থেকে যেসব যাত্রী দেশে আসবেন, তারা বোর্ডিং এর পূর্বেই কোয়ারেন্টিনের জন্য নির্দিষ্ট হোটেলে বুকিং নিশ্চিত করবেন।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন বিশেষ | ফ্লাইটে | মানতে | হবে | যেসব | শর্ত