আর্কাইভ থেকে ইউরোপ

করোনায় আক্রান্ত বিশ্ববরেণ্য আলেম ড. ইউসুফ আল কারজাভি

করোনায় আক্রান্ত বিশ্ববরেণ্য আলেম ড. ইউসুফ আল কারজাভি

করোনায় আক্রান্ত হয়েছেন বিশ্ববরেণ্য ইসলামিক স্কলার শায়খ ড. ইউসুফ আল কারজাভি। করোনায় আক্রান্ত হওয়ার খবর আল কারজাভির অফিসিয়াল টুইটারে জানানো হয়।

টুইট বার্তায় বলা হয়, শায়খ আল কারজাভির করোনা শনাক্ত হয়েছে। আল্লাহর অনুগ্রহে এখন তিনি সুস্থ আছেন এবং চিকিৎসা গ্রহণ করছেন। নিজের শুভানুধ্যায়ীদের আশ্বস্ত করে তিনি সবার কাছে নিজের সুস্থতার জন্য দোয়া কামনা করেন। 

এদিকে আরব নিউজ জানিয়েছে, ইউসুফ আল কারজাভির পুত্র আবদুর রহমান বাবার করোনা শনাক্তের খবর নিশ্চিত করেন। আল কারজাভি করোনা টিকাও নিয়েছেন বলে জানান তিনি। সবার কাছে তিনি বাবার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

৯৪ বছর বয়সী একজন প্রবীণ মিসরীয় আলেম ড. ইউসুফ আল কারজাভি। ১৯৫৩ সালে মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মিসরের ইসলামী দল মুসলিম ব্রাদারহুডের সক্রিয় সদস্য ছিলেন কারজাভি। ১৯৬১ সালে মিসর ত্যাগ করে অদ্যবধি তিনি কাতারে রয়েছেন। এর মধ্যে ২০১১ সালে একবার তিনি মিসর যান। 

১৯৭৭ সালে ড. ইউসুফ কারজাভি কাতার বিশ্ববিদ্যালয়ের শরিআহ ফ্যাকাল্টি প্রতিষ্ঠা করেন। একই সময় তিনি সেন্টার ফর সিরাহ অ্যান্ড সুন্নাহ রিসার্চ প্রতিষ্ঠা করেন এবং অদ্যবধি তিনি এর সভাপতি হিসেবে আছেন। ১৯৯৭ সালে ইউরোপীয়ান কাউন্সিল ফর ফতোয়া অ্যান্ড রিসার্চ প্রতিষ্ঠা করেন এবং অদ্যবধি তিনি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর মুসলিম স্কলার্সের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

সূত্র : আরব নিউজ

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | আক্রান্ত | বিশ্ববরেণ্য | আলেম | ড | ইউসুফ | আল | কারজাভি