আর্কাইভ থেকে এশিয়া

২৩ হাজার বন্দীকে মুক্তি দিল মিয়ানমার

২৩ হাজার বন্দীকে মুক্তি দিল মিয়ানমার

নববর্ষ উপলক্ষে মিয়ানমারজুড়ে ২৩ হাজারের বেশি বন্দীকে মুক্তি দিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার নববর্ষের প্রথম দিন বন্দীদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ। মুক্তি পাওয়াদের মধ্যে অন্তত নয়জন জান্তা বিরোধী বিক্ষোভকারী বলে জানা গেছে।

মিয়ানমার ভিত্তিক গণমাধ্যম মিয়ানমার নাও জানিয়েছে, মান্দালয়ের মগকে নতুন গঠিত সরকার জাতীয় ঐক্য সরকারকে স্বাগত জানাতে র‌্যালি বের করলে গুলি চালায় সেনাবাহিনী।

এদিকে, হাজারো বন্দীকে মুক্তি দিলেও প্রতিবাদের সঙ্গে সম্পৃক্ত আট শ’ ৩২ জনের বিরুদ্ধে জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা প্রাপ্তদের এখনও খুঁজছে সেনাবাহিনী। এ তথ্য দিয়েছে পর্যবেক্ষক সংগঠন অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স।

এক ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অং সান সু চিসহ তিন হাজার ১৪১ জন সরকারবিরোধী বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ২৩ | হাজার | বন্দীকে | মুক্তি | দিল | মিয়ানমার