আর্কাইভ থেকে করোনা ভাইরাস

উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল

উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল

দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতালটি  উদ্বোধন করা হয়েছে। ১ হাজার শয্যা বিশিষ্ট এই হাসপাতালের নাম দেওয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’।

রোববার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই হাসপাতাল উদ্বোধন করেন।

এসময়  তিনি বলেন, এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতাল।

ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতালের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির বলেন, আগামীকাল সকাল  ৮টা থেকে এই হাসপাতালে রোগী ভর্তি শুরু হবে।

এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, বিভিন্ন আধুনিক সরঞ্জামের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া সূত্রটি আরও জানায়, হাসপাতালটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত হবে।

হাসপাতালটির বিভিন্ন ফ্লোরে এখনও আইসোলেশন ফ্যাসিলিটি নির্মাণের কাজ চলছে তবে  কোভিড রোগী বেড়ে যাওয়ার কারণে প্রস্তুত ফ্লোরগুলোতে রোগী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন উদ্বোধন | হলো | দেশের | সবচেয়ে | বড় | করোনা | হাসপাতাল