আর্কাইভ থেকে দেশজুড়ে

কেরানীগঞ্জে হেফাজত ইসলামের থানা ঘেরাও, নিরাপত্তা জোরদার

কেরানীগঞ্জে হেফাজত ইসলামের থানা ঘেরাও, নিরাপত্তা জোরদার

হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হকের গ্রেপ্তারের পর মডেল থানা থানা ঘেরাও করতে পারে এ আতঙ্কে কেরানীগঞ্জে নিরাপত্তার জোরদার করা হয়েছে।

এছাড়া রোববার রাত ১০ টায় কেরানীগঞ্জ মডেল থানার এক পুলিশ সদস্যের অস্ত্র থেকে অনাকাঙ্খিতভাবে এক রাউন্ড গুলি বের হওয়ার পর থেকে থানা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এতে থানার আশপাশে পুলিশের নিরাপত্তা জোরদার করেছে ঢাকা জেলা পুলিশ। থানার আশপাশ ও রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এলাকার সকলকে মাইকিং করে নিজ নিজ ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

এ ঘটনার পর রোববার রাত ১২ টার দিকে ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার মডেল থানা পরিদর্শন করেন।

তিনি জানান, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিবকে আটকের পর আমরা থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। তবে দক্ষতা না থাকায় অনাকাঙ্ক্ষিতভাবে এক পুলিশ সদস্যের অস্ত্র থেকে এক রাউন্ড গুলি বের হয়ে গেছে। তাকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন কেরানীগঞ্জে | হেফাজত | ইসলামের | থানা | ঘেরাও | নিরাপত্তা | জোরদার