আর্কাইভ থেকে দেশজুড়ে

লকডাউনের ৭ম দিনে কোথাও কঠোর, কোথাও ঢিলেঢালা ভাব

লকডাউনের ৭ম দিনে কোথাও কঠোর, কোথাও ঢিলেঢালা ভাব

দেশে সর্বাত্মক লকডাউনের ৭ম দিন আজ। চলমান এ লকডাউনে বিধিনিষেধ আরোপে কোথাও দেখা গেছে কঠোরতা, আবার কোথাও ঢিলেঢালা। রাজধানীর বেশির ভাগ এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ লক্ষ্য করা গেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) রাজধানীর শনিরআখড়া, যাত্রাবাড়ী, ধোলাইপাড়সহ বিভিন্ন এলাকায় যানবাহনের অতিরিক্ত চাপ ও মানুষের ভিড় দেখা গেছে।

লকডাউনে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকায় প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষ সিএনজি ও রিকশায় যাতায়াত করছেন। কোথাও কোথাও পুলিশের চেকপোস্টে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে তাদের। আবার কোথাও স্বাভাবিকভাবেই যাতায়াত করা যাচ্ছে। যাত্রাবাড়ীর মূল সড়কে যানজট দেখা গেছে। পুরো সড়কজুড়েই রিকশা আর সিএনজির আধিপত্য লক্ষ্য করা গেছে। আর সড়কে মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বলেন, ‘আমার বাসা মাতুয়াইল, যাবো গুলিস্তানে। বাড়তি টাকা দিয়ে অনেক কষ্টে যাত্রাবাড়ী এসেছি। এখন এখান থেকে কোনো যানবাহন পাচ্ছি না। আর রিকশার ভাড়া অনেক বেশি হওয়ায় এখনও দাঁড়িয়ে আছি।’

এদিকে, বিভিন্ন সড়কে আবার রিকশা উল্টে রাখতে দেখা গেছে। কেন রিক্সা উল্টে রাখা হচ্ছে জানতে চাইলে ট্রাফিক পুলিশের সদস্যরা কোনো মন্তব্য করতে রাজি হননি।

এক রিকশাচালক বলেন, ‘রাস্তায় যাত্রী ছাড়া রিকশা পাইলেই দুই ঘন্টা রিক্সা উল্টা করে রাখে। তবে যাত্রী থাকলে রিকশা তেমন আটকায় না। গতকালকে আমার রিকশাও উল্টাইছিলো, তাই আমি যাত্রী ছাড়া বড় রাস্তায় উঠি না।’

এছাড়াও সড়কে চলা সিএনজিগুলো কাছাকাছি গন্তব্যে চলাচল করছে। এক্ষেত্রে এক সিএনজিতে চারজন বা পাঁচজন করে যাত্রী বহন করতে দেখা গেছে। সিএনজি চালকরা বলছেন, দূরের যাত্রায় পুলিশ ধরলে তিন হাজার টাকা জরিমানা করে, তাই কাছাকাছি হলে যাত্রী তুলছেন তারা।

রাইদুল / শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন লকডাউনের | ৭ম | দিনে | কোথাও | কঠোর | কোথাও | ঢিলেঢালা | ভাব