আর্কাইভ থেকে বাংলাদেশ

শতাধিক সংসদ সদস্য কোভিড আক্রান্ত

শতাধিক সংসদ সদস্য কোভিড আক্রান্ত

মহামারি করোনাভাইরাসে পুরো বিশ্ব বিপর্যস্ত। রোজ লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। এর ব্যাতিক্রম নয়, প্রিয় বাংলাদেশেও। প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর সংখ্যাও কম নয়। সম্প্রতি মৃত্যুও তিন অংকে গিয়ে ঠেকেছে।

করোনা আঘাত হেনেছে জাতীয় সংসদেও। চলমান সংসদের একশ'রও বেশি সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে সংসদ সচিবালয় ও দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২৪ ঘন্টায় করোনায় প্রাণ গেলো আরও ৯১ জনের। এ নিয়ে করোনায় দেশে  ১০ হাজার ৫৫৮ জনের প্রাণহানি হলো। এছাড়া নতুন করে চার হাজার ৫৫৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনায় শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত  হয়েছেন ৬ লাখ ২৭ হাজার ১১১ জন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন শতাধিক | সংসদ | সদস্য | কোভিড | আক্রান্ত