আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রের ওহাইওতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত

যুক্তরাষ্ট্রের ওহাইওতে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরী নিহত

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের কলম্বাসে পুলিশের গুলিতে নিহত হয়েছে কৃষ্ণাঙ্গ কিশোরী। ১৬ বছরের মার্কিন কিশোরীর মৃত্যুর ঘটনার বডিক্যামের ফুটেজ প্রকাশ করেছে ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন।

মার্কিন গণমাধ্যম বলছে, কলম্বাসের দক্ষিণ-পূর্বাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। গেল বছর পুলিশি নির্যাতনে কৃষ্ণাঙ্গ ফ্লয়েড হত্যার ঘটনার বিচারের রায়ের ঠিক আগে আরো এক কৃষ্ণাঙ্গ নিহত হলো।

বডিক্যামের ফুটেজে দেখা যায়, একদল তরুণের মধ্যে হাতাহাতি লক্ষ্য করে এগিয়ে যাচ্ছেন দায়িত্বরত পুলিশ। এ সময় এক তরুণীকে হামলার উদ্দেশ্যে এলোপাথাড়ি ছুরি চালায় মা-খিয়া ব্রায়ান্ট। ১৬ বছরের কিশোরীকে থামাতেই চার দফা গুলি ছোঁড়ে পুলিশ। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে মারা যায় কিশোরী।

পুলিশ জানায়, একটি ছুরিকাঘাতের ঘটনার খবর পেয়ে ছুটে যায় তারা। পরে ঠিক কি কারণে পুলিশ ওই কিশোরীকে গুলি করেছে তা জানা যায়নি। ঘটনার পরপরই কলম্বাসে কিশোরী হত্যার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়।

কলম্বাস প্রশাসন জানায়, অভিভাবকহীন মেয়েটি স্থানীয় শিশু তদারকি সংস্থার দায়িত্বে ছিলো। ঘটনাকে হৃদয়বিদারক-ভয়াবহ আখ্যা দিয়েছেন কলম্বাসের মেয়র। একইসঙ্গে পুলিশ সদস্যের ভূমিকা নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

 

এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রের | ওহাইওতে | পুলিশের | গুলিতে | কৃষ্ণাঙ্গ | কিশোরী | নিহত