আর্কাইভ থেকে এশিয়া

জাপানে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের দূষিত পানি সাগরে ফেলার সিদ্ধান্তে উদ্বেগ

জাপানে ফুকুশিমা বিদ্যুৎকেন্দ্রের দূষিত পানি সাগরে ফেলার সিদ্ধান্তে উদ্বেগ

দেশে-বিদেশে ব্যাপক সমালোচনার পরও ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের তেজষ্ক্রিয় পানি সাগরে ফেলার সিদ্ধান্ত থেকে সরেনি জাপান সরকার। দেশটির এ সিদ্ধান্তে বাড়ছে উদ্বেগ-উৎকন্ঠা। তেজষ্ক্রিয় পানি সামুদ্রিক জীবসহ পুরো প্রকৃতির ওপর নানামুখী বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে পরিবেশ বিশেষজ্ঞরা।

বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ২০১১ সালে ভূমিকম্পে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় ফুকুশিমার চারটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভূমিকম্পে সৃষ্টি হওয়া সুনামিও আঘাত হানে। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় পারমাণবিক চুল্লিগুলো। ঘটনার দশ বছর পর চুল্লিগুলো ঠাণ্ডা রাখতে ব্যবহার করা ১০ লাখ টনের বেশি দূষিত পানি সাগরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার।

সিদ্ধান্তের প্রতিবাদে রাস্তায় নেমেছে জাপানসহ প্রতিবেশি দেশগুলোর পরিবেশ সচেতন মানুষ। এ সিদ্ধান্ত চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে সমালোচনা করেছে চীন। এছাড়া এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জাপানের বন্ধুপ্রতিম প্রতিবেশি দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান। উদ্বেগ জানিয়েছে রাশিয়া, অস্ট্রিয়াও।

তেজস্ক্রিয় পানিগুলো সামুদ্রিক জীবসহ পুরো প্রকৃতির ওপর বিরূপ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরাও। চীনের পারমাণবিক ও বিকিরণ সুরক্ষা কেন্দ্রের গবেষক লিউ সিনহুয়া বলেন, শিল্প কারখানা বা নর্দমার পানি নিষ্কাশনেই অনেক কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। সেক্ষেত্র ফুকুশিমার মতো একটি দুর্ঘটনাকবলিত পারমাণবিক কেন্দ্রের দূষিত পানি পরিশোধণের উপায় কই? দূষিত পানিতে তেজক্রিয়তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

জার্মানির সমুদ্র গবেষণাগার জিওমার হেলহোল্টেজের বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, ফুকুশিমার পাশে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সমুদ্রস্রোত থাকায় সাগরে ফেলার ৫৭ দিনের মধ্যে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছাড়িয়ে যাবে তেজস্ক্রিয় উপাদান। তিন বছর পর এর প্রভাব দেখা যাবে যুক্তরাষ্ট্র ও কানাডায়। ১০ বছর পর এর প্রভাব দেখা যাবে পুরো বিশ্বের সাগরে।

তাই প্রশান্ত মহাসাগরের বিস্তৃত এলাকাজুড়ে উপকূলীয় জনগণের জীবনযাত্রা বিপন্ন করার মতো ঝুঁকিপূর্ণ পদক্ষেপ থেকে বিরত থাকতে জাপানের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে পরিবেশ বিজ্ঞানীরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন জাপানে | ফুকুশিমা | বিদ্যুৎকেন্দ্রের | দূষিত | পানি | সাগরে | ফেলার | সিদ্ধান্তে | উদ্বেগ