আর্কাইভ থেকে এশিয়া

ক্রিমিয়ায় বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া

ক্রিমিয়ায় বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া

ক্রিমিয়া উপত্যকায় বড় আকারের সামরিক মহড়া চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সরাসরি তত্ত্বাবধানে ইউক্রেন সীমান্তবর্তী অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেয় ১০ হাজারের বেশি রুশ সেনা ও অন্তত ৪০টি যুদ্ধবিমান।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও ইরানি গণমাধ্যম পার্স টুডে জানায়, ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের ব্যাপক উদ্বেগের মধ্যে মহড়াটি চালাল রাশিয়া। হেলিকপ্টারে করে ক্রিমিয়ায় মোতায়েন সেনা ও সামরিক সরঞ্জাম ঘুরে দেখেন রুশ প্রতিরক্ষামন্ত্রী শোইগু। এ সময় সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি।

এদিকে উত্তেজনা কমাতে রুশ প্রতিপক্ষ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। এ খবর জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির প্রস্তাবের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট পুতিন। এ বিষয়ে কিছু জানেন না তিনি।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ক্রিমিয়ায় | বড় | আকারের | সামরিক | মহড়া | চালিয়েছে | রাশিয়া