আর্কাইভ থেকে করোনা ভাইরাস

দিল্লিতে ব্যাপক সংক্রমণের জন্য ব্রিটেনের ধরন দায়ী

দিল্লিতে ব্যাপক সংক্রমণের জন্য ব্রিটেনের ধরন দায়ী

ভারতের রাজধানী দিল্লিতে ব্যাপক করোনা সংক্রমণের পেছনে ব্রিটেনের স্ট্রেইনটি দায়ী বলে মনে করছে দেশটির রোগ বিশেষজ্ঞরা। সম্প্রতি এ তথ্য উঠে এসেছে ভারতের জাতীয় রোগ প্রতিরোধ সংস্থা এনসিডিসি'র গবেষণায়। 

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, এনসিডিসির প্রধান বলেছেন, মার্চের শুরুর দিকে ব্রিটেনের স্ট্রেইন পাওয়া গেছে ২৮ শতাংশ নমুনায়। তবে মার্চের শেষ নাগাদ তা প্রায় দ্বিগুণ বৃদ্ধি পায়। তাই দিল্লিতে সংক্রমণ বাড়ার সঙ্গে ব্রিটেনের স্ট্রেইনের সম্পর্ক থাকতে পারে বলে গবেষকদের ধারণা। দিল্লিতে করোনায় আক্রান্ত চার শ’ জনের শরীরে ব্রিটিশ স্ট্রেইন ও ৭৬ জনের নমুনা পরীক্ষা করে ভারতীয় ডাবল মিউট্যান্ট স্ট্রেইন শনাক্ত হয়েছে।

এদিকে, অক্সিজেন সংকট মোকাবিলায় অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তন থেকে ৭টি অক্সিজেন ট্যাঙ্কার নিয়ে বিশেষ ট্রেন অক্সিজেন এক্সপ্রেস পৌঁছেছে মহারাষ্ট্রে। শুক্রবার সন্ধ্যায় নাগপুরে পৌঁছায় ট্রেনটি। প্রতিটি ট্যাঙ্কারে ১৫ টন তরল মেডিক্যাল অক্সিজেন রয়েছে। এছাড়া ভারতজুড়ে অক্সিজেন ঘাটতি মেটাতে জার্মানি থেকে আনা হচ্ছে ২৩টি অক্সিজেন উৎপাদনকারী প্ল্যান্ট। প্ল্যান্টগুলো প্রতি মিনিটে ৪০ লিটার এবং প্রতি ঘণ্টায় দুই হাজার ৪শ লিটার অক্সিজেন উৎপাদন করবে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন দিল্লিতে | ব্যাপক | সংক্রমণের | জন্য | ব্রিটেনের | ধরন | দায়ী