আর্কাইভ থেকে জাতীয়

সরকারের নির্দেশনা পেলে ২৯ এপ্রিল থেকে ট্রেন চলবে

সরকারের নির্দেশনা পেলে ২৯ এপ্রিল থেকে ট্রেন চলবে

আগামী ২৮ এপ্রিল শেষ হচ্ছে লকডাউন। সরকার ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর পরিকল্পনা করছে।

সরকারের চূড়ান্ত নির্দেশনা পেলে ওই দিন থেকে ট্রেন চালুর প্রস্তুতি নিয়েছে ট্রেন কর্তৃপক্ষ।

শনিবার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী এ তথ্য জানান।

তিনি বলেন, লকডাউন শেষে সরকার ঘোষণা দিলে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীবাহী ট্রেন চলবে। ট্রেন চলাচলের সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

গতকাল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২৯ এপ্রিল থেকে বাস চালুর বিষয়টি জানান। তবে ট্রেন চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি তিনি।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন সরকারের | নির্দেশনা | পেলে | ২৯ | এপ্রিল | ট্রেন | চলবে