আর্কাইভ থেকে জাতীয়

দুই হাজার সাংবাদিককে দেয়া হবে আর্থিক সহায়তা: তথ্যমন্ত্রী

দুই হাজার সাংবাদিককে দেয়া হবে আর্থিক সহায়তা: তথ্যমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউ চলাকালে চাকরিচ্যুত ও অসচ্ছল দুই হাজার সাংবাদিককে আর্থিক সহায়তা দেয়া হবে। বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 

রোববার (২৫ এপ্রিল) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কল্যান ট্রাস্টের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতবারের ন্যায় এবারও প্রতিজনকে দশ হাজার টাকা করে দেয়া হবে বলে জানান মন্ত্রী।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘২০১৪ সাল থেকে সাংবাদিকদের সহায়তা দেয়া হচ্ছে। গত বছর করোনাকালে সারা দেশে ৩৩৫০ জন সাংবাদিককে আর্থিক সহায়তা দেয়া হয়েছিল।’

এ ছাড়াও দীর্ঘদিন বেকার, মৃত্যু এবং অসচ্ছল ২০০ সাংবাদিককে ৫০ হাজার টাকা থেকে শুরু করে তিন লাখ টাকা পর্যন্ত অর্থিক সহায়তা দেয়া হবে। এ তালিকা থেকে ৪০ জনকে সহায়তা দেয়া হয়েছে। এ অর্থবছরে বাকি ১৬০ জন সাংবাদিককে এ সহায়তা দেয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘অনেকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের জন্য বলেন। কিন্তু নিজেরা এক প্যাকেট ত্রাণও বিতরণ করেন না’। 

লকডাউনের মধ্যে দোকান ও শপিংমল খুলে দেয়া প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘দোকান ও শপিংমল সংশ্লিষ্ট সেক্টরে কোটি মানুষ জড়িত। জীবন জীবিকা জড়িত। এ কারণে দোকানপাট খুলে দেয়া হয়েছে। স্বাস্থ্যবিধি পরিপালন সাপেক্ষে সবাই দোকান খুলবে। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | হাজার | সাংবাদিককে | দেয়া | হবে | আর্থিক | সহায়তা | তথ্যমন্ত্রী