আর্কাইভ থেকে জাতীয়

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধসহ জরিমানা: মেয়র আতিক

স্বাস্থ্যবিধি না মানলে দোকান বন্ধসহ জরিমানা: মেয়র আতিক

করোনা সংকটকালে স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখলে, দোকান বন্ধসহ জেল জরিমানা করা হবে। জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

রোববার রাজধানীর হাতিরঝিলে এক সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, আজকে থেকেই রাজধানীর বিভিন্ন শপিংমলে আমাদের মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করবে। কেউ যদি স্বাস্থ্যবিধি না মেনে দোকান চালু রাখে, তবে সাথে সাথেই দোকান বন্ধ করে দেওয়র পাশাপাশি জেল জরিমানাও করা হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মেনে দোকান খোলা রাখলে আইনগত যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা করবো।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন স্বাস্থ্যবিধি | মানলে | দোকান | বন্ধসহ | জরিমানা | মেয়র | আতিক