জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসি ২০১৩ সালের ৪ মার্চ জায়েদকে বিয়ে করেন। এই সংসারে নায়লা নামের এক কন্যাসন্তানও রয়েছে। এবার জানা গেল, দীর্ঘদিন একসঙ্গে থাকছেন না তারা। তাহলে কি ন্যানসির দ্বিতীয় সংসারও ভেঙে যাচ্ছে? চারদিকে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সঙ্গীতাঙ্গনেও রয়েছে এ নিয়ে ধোঁয়াশা। মুখরোচক এই খবর নিয়ে অবশেষে নিজেই মুখ খুললেন ন্যানসি।
রোববার (২৫ এপিল) ন্যানসি তার ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরেছেন।
স্ট্যাটাসে ন্যানসি লেখেন, ‘আমি এবং জায়েদ র্দীঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যাসন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা র্দীঘদিনের বন্ধু কাজেই বোঝাপড়াটা মন্দ নয় । তবে নাটকীয়ভাবে বলব না-আমরা আজীবন বন্ধু থেকে যাবো। কিছু বৈরী সম্পর্ক তৈরি না হলে নিশ্চয়ই আলাদা থাকতাম না! কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করার কিছুই নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যাঁ, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি । হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেয়া হবে। তারপর নতুন জীবনে কী করব সেটা আপাতত আমি নিজেই ভাবছি না। দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না । আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন।’
ন্যানসি আরও লেখেন, ‘জীবন থেমে থাকে না, নিশ্চিত নতুন করে পথচলা শুরু করব। তবে এটাও নিশ্চিত- আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন। বহিরাগতদের প্রবেশ সর্ম্পূণরূপে নিষেধ।’
উল্লেখ্য, ২০০৬ সালে ন্যানসি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। ছয় বছরের মাথায় সেই সংসারও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় ২০১২ সালের ২৪ মে। তাদের ঘরে রোদেলা নামে এক মেয়েও আছে।
এস