আর্কাইভ থেকে ফুটবল

করোনামুক্ত হলেন পাঁচ প্রমিলা ফুটবলার

করোনামুক্ত হলেন পাঁচ প্রমিলা ফুটবলার

অবেশেষে করোনামুক্ত হলেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড়। রোববার (২৫ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ খবর জানিয়েছে।

গত ২২ এপ্রিল দ্বিতীয়বার টেস্টের জন্য নমুনা পরীক্ষা করানো হয়েছিল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পাঁচ খেলোয়াড়ের। রোববার (২৫ এপ্রিল) সেই রিপোর্ট এসে পৌঁছে বাফুফে ভবনে।
 
রিপোর্টে কৃষ্ণা রাণী সরকার, মনিকা চাকমা, আনাই মগিনি, নিলুফা ইয়াসমীন নীলা ও ঋতুপর্ণা চাকমার নেগেটিভ ফল এসেছে। প্রথম টেস্টে তারা করোনা পজিটিভ ছিলেন। 

এ দিকে আইসোলেশনে থাকা আটজন খেলোয়াড়ের রিপোর্টেও করোনা নেগেটিভ এসেছে। তারা হলেন- রুপনা চাকমা, শামসুন নাহার, মাশুরা পারভিন, মারিয়া মান্ডা, সুরোধানী কিসকু, তহুরা খাতুন, সানজিদা, নওশান জাহান নিতি। 

মেয়েদের প্রিমিয়ার লিগে খেলার সময় করোনায় আক্রান্ত হয়েছিলেন বসুন্ধরা কিংসের হয়ে খেলা পাঁচ নারী ফুটবলার। ১২ এপ্রিল তাদের করোনা টেস্ট করানো হলেও ছয় দিন পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায় তারা করোনা পজিটিভ। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন করোনামুক্ত | পাঁচ | প্রমিলা | ফুটবলার