পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক মৌসুমে দুবার প্লেয়ার ড্রাফট করতে হচ্ছে কর্তৃপক্ষকে। দ্বিতীয়বারের মতো নিলামে তোলা হচ্ছে ১৩২ ক্রিকেটারকে। এর মধ্যে রয়েছেন পাঁচ বাংলাদেশি খেলোয়াড়।
চলতি বছরের মার্চে শুরু হয়েছিল পিএসএল। কিন্তু মাঝপথে করোনার হানায় সাত খেলোয়াড় আক্রান্ত হন। ফলে টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
সম্প্রতি পিএসএলের অবশিষ্ট ম্যাচগুলোর জন্য নতুন করে সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী আসছে জুনে আবারও মাঠে গড়াবে পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টটি।
তবে করোনার কারণে পিএসএলের বাকি ম্যাচে খেলবেন না অনেক বিদেশি খেলোয়াড়। এ ছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি আসর ভাইটালিটি ব্লাস্ট চলার কারণে পাওয়া যাবে না ইংলিশ খেলোয়াড়দের।
তাই নতুন খেলোয়াড় সংগ্রহ করতে আবারও নিলামের ব্যবস্থা করা হয়েছে। সেই নিলামে উঠবেন সাকিব আল হাসান, তামিম ইকবালসহ পাঁচ বাংলাদেশি।
নিলামে প্ল্যাটিনাম ক্যাটাগরিতে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন সাকিব আল হাসান। ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল। সিলভার ক্যাটাগরিতে আছেন সাব্বির রহমান, লিটন দাস ও পেসার তাসকিন আহমেদ।
আগামী সপ্তাহে ভার্চুয়াল সেশনে নিলাম অনুষ্ঠিত হবে। সেখানেই নির্ধারিত হবে টুর্নামেন্টের বাকি অংশে খেলোয়াড়দের ভাগ্য।
গত মার্চে পিএসএল শুরুর পর সাতজন খেলোয়াড় করোনা পজিটিভ হলে টুর্নামেন্ট স্থগিত করে কর্তৃপক্ষ।
এস