সরকারি কাজে বাধা, ভাঙচুর ও সাধারণ জনগণকে মারধরসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আশুলিয়া থেকে দুই হেফাজত কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। শনিবার (২৪ এপ্রিল) রাতে আশুলিয়ার গাজিরচটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আশুলিয়ার গাজীরচট এলাকার আশরাফ উদ্দিন মুন্সীর ছেলে মনির মুন্সী ও রশিদ মার্কেট এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল। তারা হেফাজতের কর্মী হিসেবে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করায় গত ২৮ মার্চ আশুলিয়া থানার এসআই আল-আমিন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ জানায়, ২৮ মার্চ সরকারি কাজে বাধা, ভাঙচুর ও সাধারণ জনগণকে মারধরসহ সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে অজ্ঞাত ৮০ জনকে আসামি করে মামলা করেন আশুলিয়া থানার উপপরিদর্শক আল-আমিন। ওই মামলায় তাদের গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
এস