আর্কাইভ থেকে করোনা ভাইরাস

ইরাকে করোনা হাসপাতালে আগুনে মৃত্যু বেড়ে ৮২

ইরাকে করোনা হাসপাতালে আগুনে মৃত্যু বেড়ে ৮২

ইরাকের একটি করোনা হাসপাতালে আগুনের ঘটনায় মৃতের সংখা বেড়ে ৮২-তে দাঁড়িয়েছে। শনিবার রাতে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানী বাগদাদে ওই দুর্ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষ দগ্ধ হয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, শনিবার রাতে বাগদাদের ইবনে খতিব হাসপাতালে আগুনের ঘটনা ঘটে। হাসপাতালে একটি অক্সিজেন ট্যাংকারে বিস্ফোরণ থেকে আগুন লাগে।

এই ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধিমি। এই ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রধান মেজর জেনারেল কাধিম বোহান জানিয়েছেন, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১২০ জন রোগীর মধ্যে ৯০ জন এবং তাদের স্বজনদের উদ্ধার করতে সক্ষম হয়েছে উদ্ধারকর্মীরা। আইসিইউতে ছিলো কমপক্ষে ৩০ জন রোগী।

ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, রোববার সকালের দিকেই আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। ইতোমধ্যে হাসপাতালের অন্যান্য রোগী এবং আহতদের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ইরাকে | করোনা | হাসপাতালে | আগুনে | মৃত্যু | বেড়ে | ৮২