আর্কাইভ থেকে বলিউড

করোনায় মারা গেলেন ধ্রুপদি সংগীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র

করোনায় মারা গেলেন ধ্রুপদি সংগীতশিল্পী পণ্ডিত রাজন মিশ্র

করোনা কেড়ে নিল উচ্চাঙ্গ সংগীতশিল্পী পন্ডিত রাজন মিশ্রকে (৭০)। ‘রাজন সজন’ মিউজিক্যাল গ্রুপের এই শিল্পী পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছিলেন।

রোববার দিল্লির সেন্ট স্টিফেনস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এর মধ্যে আবার হৃদরোগের হানা। করোনা এবং হৃদরোগ অবশেষে কেড়ে নিল এই পণ্ডিতের প্রাণ।

দিল্লির সেন্ট স্টিফেন হাসপাতালে প্রয়াত হন তিনি। বেনারস ঘরানার ধ্রুপদি সংগীতশিল্পী ছিলেন তিনি। ২০০৭ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। ইতোমধ্যেই তার মৃত্যুর খবরে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে সংগীত জগতে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

১৯৫১ সালে পণ্ডিত রাজন মিশ্র ভারতের উত্তর প্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে তার ঠাকুরদাদা পণ্ডিত বেদে রাম দাস মিশ্রের কাছ থেকে শাস্ত্রীয় সংগীত শিখেছিলেন এবং পরে কিংবদন্তি পণ্ডিত হনুমান প্রসাদ মিশ্রের কাছ থেকে ধ্রুপদী সংগীত জগতের পথচলা শুরু হয়।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন করোনায় | মারা | গেলেন | ধ্রুপদি | সংগীতশিল্পী | পণ্ডিত | রাজন | মিশ্র