আর্কাইভ থেকে জাতীয়

বিশেষ ফ্লাইটে কুয়েত ও বাহারাইনে যেতে পারবেন কর্মীরা

বিশেষ ফ্লাইটে কুয়েত ও বাহারাইনে যেতে পারবেন কর্মীরা

করোনাভাইরাস মহামারির কারণে বন্ধ রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক আকাশপথ। বাংলাদেশেও আন্তর্জাতিক আকাশপথ বন্ধ করা হয়েছে। তবে বিশেষ বিবেচনায় চালু থাকা পাঁচটি দেশের ফ্লাইটের সঙ্গে মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত থেকে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের ঘোষিত লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করায় আন্তর্জাতিক ফ্লাইট চলাচলও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। 

বুধবার (২৮ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। ফলে এ মুহূর্তে সংক্রমণ ঠেকাতে আগামী ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ রাখাই ভালো হবে বলে মনে করেছি। তাই শুধু প্রবাসীদের জন্য চলমান সাতটি দেশে যথা- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, সিঙ্গাপুর, কুয়েত ও বাহরাইন ছাড়া অন্য কোনো আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল করবে না।

তিনি আরও বলেন, প্রবাসী কর্মীদের জন্য বিশেষ বিবেচনায় চালু থাকা পাঁচটি দেশের ফ্লাইটের সঙ্গে মঙ্গলবার রাত থেকে কুয়েত ও বাহরাইনের ফ্লাইট চালু করা হয়েছে। এতে কুয়েত ও বাহারাইনের কর্মীরাও তাদের কর্মস্থলে ফিরতে পারবে। কিন্তু ফিরতে হলে বিবিধ নিয়ম মানতে হবে। কোভিড নেগেটিভ পিসিআর টেস্ট রিপোর্টসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজ সঙ্গে থাকতে হবে।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন বিশেষ | ফ্লাইটে | কুয়েত | ও | বাহারাইনে | যেতে | পারবেন | কর্মীরা