আর্কাইভ থেকে করোনা ভাইরাস

দেশেই উৎপাদন হবে করোনার টিকা, নীতিগত অনুমোদন

দেশেই উৎপাদন হবে করোনার টিকা, নীতিগত অনুমোদন

এবার দেশেই উৎপাদন হবে চীন ও রাশিয়ার করোনা ভ্যাকসিন। এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি জানান, আজকের বৈঠকে চীন ও রাশিয়ার টিকা উৎপাদনের সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী সময়ে যেসব কোম্পানির সঙ্গে ওই দুটি দেশের চুক্তি হবে তারা টিকা উৎপাদন শুরু করবে।

অর্থমন্ত্রী বলেন, আমাদেরকে বিকল্প সোর্স থেকে করোনার টিকা আনা চেষ্টা করতে হবে। তবে প্রথম যে সোর্স সেটি বাতিল হয়ে গেছে তা নয়। তাই বিকল্প হিসেবে রাশিয়ার টিকা স্পুটনিক-ভি ও চীনের ‘সিনোভ্যাক’এর জন্য আলোচনা চলছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার সাংবাদিকদের জানান, বৈঠকে রাশিয়া ও চীনের দুটি কোম্পানির সঙ্গে বাংলাদেশের কয়েকটি ওষুধ কোম্পানির টিকা উৎপাদনের বিষয়ে নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। তবে কোন কোন ওষুধ কোম্পানির মাধ্যমে এ টিকা উৎপাদন হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন দেশেই | উৎপাদন | হবে | করোনার | টিকা | নীতিগত | অনুমোদন