আর্কাইভ থেকে ঢালিউড

আইসিইউ থেকে কেবিনে চিত্রনায়ক ফারুক

আইসিইউ থেকে কেবিনে চিত্রনায়ক ফারুক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তাকে হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে দেয়া হয়েছে।

ফারুকের স্ত্রী ফারহানা ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত মঙ্গলবার তাকে কেবিনে আনা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এখন তিনি কথাও বলতে পারছেন।

গত ২১ মার্চ থেকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন ফারুক। এর আগে গত ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। তিনি করোনাতেও আক্রান্ত হয়েছিলেন।

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঢাকাই সিনেমায় অভিষেক হয় চিত্রনায়ক ফারুকের। ‘সারেং বউ’, ‘সুজন সখী’, ‘দিন যায় কথা থাকে’ ইত্যাদি নানা সিনেমা দর্শককে উপহার দেন কিংবদন্তি এই নায়ক।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন আইসিইউ | কেবিনে | চিত্রনায়ক | ফারুক