আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, পুলিশসহ নিহত চার

যুক্তরাষ্ট্রে আবারও বন্দুক হামলা, পুলিশসহ নিহত চার
যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে আবারো বন্দুক হামলা হয়েছে। নর্থ ক্যারোলাইনায় স্থানীয় সময় বুধবার বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন। এ ঘটনায় পুলিশের গুলিতে মারা গেছে সন্দেহভাজন এক বন্দুকধারীও। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ জানায়, স্থানীয় সময় বুধবার সকালে নর্থ ক্যারোলাইনার একটি বাড়িতে অবস্থান করছিলো দুই পুলিশ কর্মকর্তা। এ সময় অতর্কিত বাড়িতে প্রবেশ করে বন্দুকধারী। নির্বিচারে গুলি চালায় সে। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন। হাসপাতালে নেওয়ার পর নিহত হয় আরো এক পুলিশ কর্মকর্তা। হামলায় নিহত হয়েছে ওই বাড়িতে থাকা এক দম্পতিও। হামলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে সন্দেহভাজন ওই হামলাকারীও নিহত হয়। তবে কী কারণে এ হামলা চালানো হলো এ বিষয়ে বরাবরের মতো এবারো ক্লু নেই পুলিশের কাছে। নর্থ ক্যারোলাইনা পুলিশ কর্মকর্তা লেন হাগম্যান বলেন, এটা সত্যিই অগ্রহণযোগ্য একটি ঘটনা। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশ খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিল। তবে আমাদের সহকর্মীদের বাঁচানো যায়নি। কী কারণে এ ঘটনা ঘটছে তা জানতে তদন্ত শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা যেন পিছু ছাড়ছে না। প্রতিদিনই বিশ্বের ক্ষমতাধর দেশটির কোনো না কোনো শহর গুলির আওয়াজে কেঁপে উঠছে। লস অ্যাঞ্জেলেস, ভার্জিনিয়ায় হামলায় হতাহতের রেশ কাটতে না কাটতেই গুলির ঘটনা হলো নর্থ ক্যারোলাইনায়। তবে এবার টার্গেট ছিল পুলিশ। যুক্তরাষ্ট্রে চলতি বছরের এপ্রিল পর্যন্ত দেড় শতাধিক বন্দুক হামলা হয়েছে। এতে দেশটিতে মারা গেছে অন্তত ২শ’ জন। এতে উদ্বেগ বাড়ছে কমিউনিটিতে। বন্দুক হামলার লাগাম টানতে অস্ত্র আইনে আমূল সংস্কার আনার আভাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।   এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | আবারও | বন্দুক | হামলা | পুলিশসহ | নিহত | চার