আর্কাইভ থেকে আওয়ামী লীগ

জনস্বার্থে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে সরকার: কাদের

জনস্বার্থে গণপরিবহন চালুর চিন্তা-ভাবনা করছে সরকার: কাদের

আসন্ন ঈদে জনস্বার্থের কথা মাথায় রেখে আগামী ৬ মে থেকে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর ব্যাপারে চিন্তা ভাবনা করছে সরকার।

সোমবারে এক আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি জানান, জেলার গাড়িগুলো জেলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে কোনোভাবেই জেলার সীমানা লঙ্ঘন করতে পারবেনা। এছাড় সিটি পরিবহনও সিটির বাইরে যেতে পারবে না।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কোনো গাড়ি ঢাকার সীমারেখার বাইরে যেতে পারবে না। পরিবহনগুলোকে অবশ্যই অর্ধেক আসন খালি রেখে নতুন সমন্বয়কৃত ভাড়ায় চলবে।

এছাড়া পরিবহন শ্রমিক ও যাত্রীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যাবহার বাধ্যতামূলক করতে হবে এবং প্রতি ট্রিপের পরে গাড়ি জীবাণুমুক্ত করাও বাধ্যতামূলক হতে হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন জনস্বার্থে | গণপরিবহন | চালুর | চিন্তাভাবনা | করছে | সরকার | কাদের