আর্কাইভ থেকে আফ্রিকা

একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা

একসঙ্গে ৯ সন্তান জন্ম দিলেন হালিমা

যমজ কিংবা একসঙ্গে তিন সন্তানের জন্মের কথা শুনলেও একসঙ্গে ৯ সন্তান জন্ম দেয়ার কথা কি কেউ কখনও শুনেছেন? এবার সে রকম একটি অবিশ্বাস্য ঘটনার জন্ম দিয়েছেন হালিমা সিসে (২৫) নামের এক নারী। তিনি পশ্চিম আফ্রিকার দেশ মালির অধিবাসী।

মঙ্গলবার (৪ মে) মরক্কোর একটি হাসপাতালে সিজারের মাধ্যমে ৯ সন্তানের জন্ম দেন তিনি। সন্তানদের মধ্যে পাঁচ জন কন্যা ও চার জন ছেলে রয়েছে। মা এবং ৯ সন্তানের সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান।

বুধবার (৫ মে) মালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক দ্য গার্ডিয়ান জানায়, চিকিৎসকরা আগে থেকেই ওই নারীর দুই শিশুর অস্তিত্ব বুঝতে পেরেছিলেন। চলতি বছরের মার্চে চিকিৎসকরা জানান, হালিমার বিশেষ যত্নের প্রয়োজন। তখন দেশটির পরিবর্তনকামী নেতা বাহ এনদাও তাকে মরক্কো পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি মরক্কো আসলে সেখানে মঙ্গলবার (৪ মে) সিজার করে পাঁচ কন্যা ও চার ছেলে সন্তানের জন্ম দেন।

মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবাই বলেন, এখন পর্যন্ত মা ও নবজাতকরা সুস্থ আছেন। চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রছিদ কৌধারি বলেন, দেশের একটি হাসপাতালে একসঙ্গে এত শিশু জন্মগ্রহণ করবে তা আমি কখনো ধারণাই করতে পারিনি।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হালিমা ও তার ৯ সন্তানের স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকরা বেশ সচেতন আছেন। ননুপ্লেটস খুবই বিরল ঘটনা। একসঙ্গে এত শিশুর জন্মের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই কয়েক শিশুর মৃত্যুর আশঙ্কা থাকে।

আর ৯ সন্তান জন্ম দিয়ে ননুপ্লেটস অন্তর্ভুক্ত নারী হিসেবে বিরল দৃষ্টান্ত গড়লেন হালিমা সিসে। এ বিষয়টি দেশটির নেতারাও বেশ গুরুত্ব সহকারে দেখছেন।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন একসঙ্গে | ৯ | সন্তান | জন্ম | দিলেন | হালিমা