আর্কাইভ থেকে বাংলাদেশ

করোনা আক্রান্ত বাবাবকে পানি দিতে যাচ্ছে মেয়ে, আটকে রাখছেন মা (ভিডিও)

করোনা আক্রান্ত বাবাবকে পানি দিতে যাচ্ছে মেয়ে, আটকে রাখছেন মা (ভিডিও)

করোনা মহামারি যে মানুষকে পারিবারিক-সামাজিক বন্ধ থেকে কত দূরে নিয়ে গেছে তা গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রতিনিয়তই দেখা যাচ্ছে। গাড়ি বা এ্যাম্বুলেন্স না পেয়ে মায়ের লাশ বাইকে বহন বা প্রাইভেটকারের উপর বেঁধে স্বজনের লাশ বহন- এসব দৃশ্য দেশে বিশ্বের মানুষ। দেখেছে কাঁচের  মধ্য দিয়ে স্বজন দেখা।

এরকমই আরেকটি হৃদয়বিদারক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এবার দেখা গেলো ভরতের অন্ধ্রপ্রদেশে করোনা আক্রান্ত বাবা মাঠে পড়ে আছেন। অসুস্থ বাবাকে পানি দিতে ছুটে যাচ্ছে মেয়ে কিন্তু তাকে আটকে রাখছে মা।

ভিডিওটিতে দেখা যাচ্ছে- অসুস্থ বাবাকে বাঁচাতে তার মেয়ে পানি দিতে ছুটে যাচ্ছেন। কিন্তু তাকে যেতে দিচ্ছেন না মা। গায়ের জোরে আটকে রেখেছেন তাকে। মায়ের ভয়, মেয়ে বাবার কাছে গেলে তারাও করোনায় আক্রান্ত হয়ে পড়বেন। ফলে বাবাকে পানি দিতে না পেরে অঝোরে কাঁদছেন মেয়ে।

শেষ পর্যন্ত বাবাকে পানি দিতে পারলেও, বাঁচানো যায়নি তাকে। এই ঘটনার কিছুক্ষণ পরই ওই ব্যক্তির মৃত্যু হয়।

ঘটনাটি ভারতের অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় এলাকায়। করোনা আক্রান্ত হওয়ার পর শ্রীকাকুলামে নিজের গ্রামে ফেরেন তিনি। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তাকে গ্রামে ঢুকতে দেয়া হয়নি। তাই গ্রামের বাইরে মাঠের মধ্যেই পড়ে ছিলেন তিনি।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন করোনা | আক্রান্ত | বাবাবকে | পানি | যাচ্ছে | মেয়ে | আটকে | রাখছেন | মা | ভিডিও