আর্কাইভ থেকে এশিয়া

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত সাত

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত সাত

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মা’রিব প্রদেশে সৌদি বিমান হামলায় নিহত হয়েছে অন্তত সাতজন বেসামরিক নাগরিক। আহত হয়েছে আরো কয়েকজন। গতকাল শুক্রবার আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ইসরায়েল-বিরোধী একটি সমাবেশের প্রস্তুতির সময় সেখানে হামলা চালায় সৌদি জঙ্গিবিমান।

অজ্ঞাত নিরাপত্তা সূত্রের উদ্বৃতি দিয়ে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, মা’রিব প্রদেশের মাজযার এলাকার সাহারি গ্রামে এই আগ্রাসন চালায় সৌদি বিমান বাহিনী। কুদস দিবসের র‍্যালিতে অংশ নেওয়ার জন্য জড়ো হওয়া মানুষের ওপর হামলাটি চালানো হয়েছে।

হামলার কঠোর নিন্দা করে ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানায়, বিমান হামলার মধ্য দিয়ে ইসরায়েলি চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে সৌদি আরব।

প্রতি বছর পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার কুদস দিবস পালিত হয়। ইরানে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর রমজান মাসের শেষ শুক্রবারকে কুদস দিবস ঘোষণা করেন বিপ্লবের নেতা ইমাম খোমেনী।

এরপর থেকে ইহুদিবাদী ইসরায়েলের দখলদারিত্ব থেকে পবিত্র বায়তুল মুকাদ্দাস মুক্ত করার লক্ষ্যে কুদস দিবস পালন করে পুরো বিশ্বের মুসলমানরা। দিনটিতে নানা ধরনের সভা-সমাবেশ, সেমিনার-সিম্পোজিয়াম হয়ে থাকে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন ইয়েমেনে | সৌদি | বিমান | হামলায় | নিহত | সাত