আর্কাইভ থেকে এশিয়া

এভারেস্টে ২৫ বার উঠে বিশ্বরেকর্ড

এভারেস্টে ২৫ বার উঠে বিশ্বরেকর্ড

রেকর্ড ২৫ বারের মতো বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়ায় আরোহণ করেছেন নেপালি পর্বতারোহী কামি রিতা শেরপা। এর মাধ্যমে নিজের করা আগের রেকর্ডই গতকাল শুক্রবার ভাঙলেন তিনি। এভারেস্টের চূড়ায় ওঠার জন্য ১২ সদস্যের একটি দলের সঙ্গী হন কামি রিতা শেরপা। দলে সবার আগে এভারেস্টের চূড়ায় উঠতে সক্ষম হন তিনি।

এভারেস্টে অভিযান সংগঠন সেভেন সামিট ট্রেকসের সংগঠক মিংমা শেরপা বলেন, ২৫ বারের মতো চূড়ায় উঠে নতুন একটি রেকর্ড গড়েছেন কামি রিতা।

১৯৯৪ সালে একটি বাণিজ্যিক আয়োজনের অংশ হিসেবে প্রথমবার ২৯ হাজার ২৯ ফুট পর্বতশৃঙ্গে আরোহণ করেন কামি রিতা। দুই দশকের বেশি সময় ধরে পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করছেন তিনি।

পর্বতারোহনের আগে কামি রিটা বলেন, এটা শুধু রেকর্ড ভাঙার ব্যাপার না। গেল আমার ৫০ বছর বয়সে ২৫ বারের মতো এভারেস্টের চূড়ায় উঠে উদযাপনের ইচ্ছা ছিল। তবে কোভিডের কারণে তা হয়ে ওঠেনি। তাই এ বছর নিজের স্বপ্নকে সত্যি করার উদ্যোগ নিই।

শুধু এভারেস্টই নয়, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানে কে-২ সহ কয়েকটি বড় পাহাড়ের চূড়ায় ওঠার রেকর্ড রয়েছে কামি রিতার।

২০১৯ সালে দুবার এভারেস্ট আরোহণ করেন তিনি। চলতি বছরও তেমনই পরিকল্পনা রয়েছে তার।

করোনাভাইরাসের কারণে মারাত্মক ধাক্কা খেয়েছে নেপালের পর্যটন শিল্প। গেল বছর রীতিমতো ধস নামে। চলতি বছর এভারেস্টে ওঠার জন্য ৪০৮ জনকে অনুমতি দেয় দেশটি। এজন্য প্রত্যেক আরোহীকে গুনতে হয় ১১ হাজার মার্কিন ডলার।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন এভারেস্টে | ২৫ | বার | উঠে | বিশ্বরেকর্ড