আর্কাইভ থেকে বিএনপি

খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না : স্বরাষ্ট্রমন্ত্রী

আইনে কোনও সুযোগ না থাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ গিয়ে চিকিৎসা নেয়ার আবেদন মঞ্জুর করতে পারছি না। আইনের ৪০১ ধারায় যে সুযোগ দেয়া হয়েছে, সেই মোতাবেক বিদেশে যাবার সুযোগ নেই। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার (৯ মে) বিকেলে খালেদাকে বিদেশ নেওয়ার বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামতের পর সচিবালয়ে তার নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান।

আইন মন্ত্রণালয়ের মতামতে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার কোনও সুযোগ নেই। কোনও সাসাজাপ্রাপ্ত আসামির বিদেশে গিয়ে চিকিৎসা নেয়ার কোন নজির নেই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী তাদের (খালেদা জিয়ার ভাইয়ের) আবেদন মঞ্জুর করতে পারছি না। আইন অনুযায়ী যতটুকু করণীয় ততটুকু করেছি। কিন্তু আইনের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না।

তিনি বলেন, মানবিক দৃষ্টিকোন থেকে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বাসায় থেকে দেশের যেকোনো স্থানে চিকিৎসার সুযোগ দিয়েছেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইন মন্ত্রণালয় জানিয়েছে তার সাজা মওকুফ ছাড়া তাকে বিদেশ পাঠানো যাবে না। এ মতামত অনুযায়ী খালেদা জিয়ার পরিবারের আবেদন মঞ্জুর হবে না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনের বাইরে গিয়ে বিদেশে যাওয়ার সুযোগ নেই। এজন্য বিএনপি চেয়ারপারসনের আবেদন মঞ্জুর করতে পারছি না।  বিষয়টি তাদের জানিয়ে দেয়া হবে।

গেলো বুধবার (৫ মে) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় আবেদনটি দিয়ে যান খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এরপর সেটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন খালেদা | জিয়ার | আবেদন | মঞ্জুর | করতে | পারছি | | স্বরাষ্ট্রমন্ত্রী