টানা ১৪ ঘন্টা পর মায়ের কোলে ফিরলো নরসিংদী সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটি।
সোমবার রাত আড়াইটায় নরসিংদী সদরের ব্রাহ্মন্দী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
নরসিংদী সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রোবাবার সকালে সদর হাসপাতালের দুতলায় নানির কোল থেকে ২ দিন বয়সী নবজাতকটি চুরি হয়। চুরির পরেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কাজ শুরু করে পুলিশ। দুপুরে চুরি হওয়া নবজাতকের নানী থানায় একটি অভিযোগ দায়ের করে। গোপন খবরে একটি বাড়িতে অভিযান চালিয়ে সোমবার রাত আড়াইটার দিকে চুরি হওয়া ওই নবজাতককে উদ্ধার করা হয়।
নরসিংদী মডেল থানার ওসি (তদন্ত) আতাউর রহমান বলেন, এই উদ্ধারে প্রযুক্তি আমাদেরকে সহায়তা করেছে। সিসিটিভি ফুটেজ দেখেই আমরা চুরি করা মহিলাকে শনাক্ত করি। সদরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হই। শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছি।
নরসিংদী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, শিশু চোর মহিলাটিকে পাওয়া যায়নি। এখনও কোন মামলা এবং কাউকে গ্রেপ্তার দেখানো হয়নি তবে যেই মহিলার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়েছে সে নজরদারিতে আছে।
মুনিয়া