আর্কাইভ থেকে জনদুর্ভোগ

বিড়ম্বনা এড়াতে ফেরি চলাচলের অনুমতি দিলো বিআইডব্লিউটিসি

বিড়ম্বনা এড়াতে ফেরি চলাচলের অনুমতি দিলো বিআইডব্লিউটিসি

দিনের বেলায় ফেরি চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের- বিআইডব্লিউটিসি। ঘরমুখী মানুষের বিড়ম্বনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচলের এ অনুমতি দেয়া হয়।

আজ সোমবার (১০ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক আশিকুজ্জামান।

এর আগে গত শুক্রবার রাতে এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি জানিয়েছিল, শনিবার থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে দিনে ফেরি চলাচল বন্ধ থাকবে। রাতে শুধু পণ্যবাহী পরিবহন পারাপারের জন্য ফেরি চলবে।

তাই রোববার রাতে ১৬টি ফেরি দিয়ে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার করলেও সরকারি নির্দেশনা অনুযায়ী সোমবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছিলেন ফেরি কর্তৃপক্ষ।

এ সম্পর্কিত আরও পড়ুন বিড়ম্বনা | এড়াতে | ফেরি | চলাচলের | অনুমতি | দিলো | বিআইডব্লিউটিসি