আর্কাইভ থেকে দক্ষিণ আমেরিকা

গুলি করে ইরানের নৌযানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

গুলি করে ইরানের নৌযানকে সতর্ক করল যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ

হরমুজ প্রণালীতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এবং মার্কিন যুদ্ধজাহাজের মধ্যে সংঘাতের উপক্রম হয়েছিল। এ সময় ইরানের নৌযান লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ থেকে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। 

সোমবার মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এ দাবি করেছে। 

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, ‘ইরানের দ্রুতগামী ১৩টি নৌকা যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের খুব কাছাকাছি চলে এসেছিল। পরে যুদ্ধজাহাজ থেকে সতর্কতামূলক ত্রিশটি গুলি ছোড়া হয়। ইরানি নৌকাগুলো যখন আমাদের জাহাজের ৩০০ গজের মধ্যে চলে এসেছিল তখন প্রথম গুলি ছোড়া হয়। তাদের নৌকা আমাদের জাহাজের ১৫০ গজের মধ্যে চলে এলে দ্বিতীয়বার গুলি ছোড়া হয়। তারপর তারা চলে যায়।’
এ ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে জন কিরবি বলেন, ‘এটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। তাদের আচরণ ছিল খুবই আক্রমণাত্মক। অতীতের তুলনায় এবার তাদের নৌকার সংখ্যা ছিল বেশি।’

এ দিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার (১১ মে) পেন্টাগনের এ দাবিকে উড়িয়ে দিয়েছে। এক বিবৃতিতে তারা যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে সন্ত্রাসী আখ্যা দিয়ে জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর আচরণ ছিল অপেশাদারসুলভ। তারা এখানে হেলিকপ্টার উড়িয়েছে এবং গুলি করেছে। তা সত্ত্বেও ইরানের নৌযানগুলো যুক্তরাষ্ট্রের নৌযান থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছিল এবং তাদের যথাযথভাবে সতর্ক করেছিল। সতর্কের পর তারা দিক পরিবর্তন করে।’

যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজগুলো জর্জিয়া গাইডেড মিসাইল সাবমেরিনকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। এ বহরে যুদ্ধজাহাজ ইউএসএস মন্টেরেও ছিল। 

গত মাসে পারস্য উপসাগরীয় জলসীমানায় মার্কিন ও ইরানি যুদ্ধজাহাজ মুখোমুখি অবস্থান নিয়েছিল। তখন যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের দুটো জাহাজকে তিন ঘণ্টা ধরে নাজেহাল করেছিল ইরানি জাহাজ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন গুলি | করে | ইরানের | নৌযানকে | সতর্ক | করল | যুক্তরাষ্ট্রের | যুদ্ধজাহাজ