আর্কাইভ থেকে বাংলাদেশ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৩০ কিলোমিটার এলাকায় যানজট

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ৩১ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। ফলে এই এলাকায় থেমে থেমে যান চলাচল করছে।

আজ বুধবার (১২ মে ) সকাল থে‌কেই মহাসড়কে এই পরিস্থিতির তৈরি হ‌য়ে‌ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে চলাচল করা ঘরমুখো মানুষ। তবে সমস্যা নিরসনে কাজ করছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়,  মহাসড়কের করটিয়া, টাঙ্গাইল বাইপাস, এলেঙ্গা, সল্লা, হাতিয়া এলাকায় যানবাহনের সঙ্গে যাত্রীদের জটলা সৃষ্টি হয়েছে। পুলিশের চেকপোস্ট থাকায় খালি কোনো যানবাহন দেখলেই যাত্রীরা তাতেই উঠে বসছে। তাদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। ঘরমুখো এসব মানুষদের গুণতে হচ্ছে চার থেকে পাঁচগুণ বেশি ভাড়া। গাদাগাদি করে বাড়ি ফেরা এসব মানুষদের মাঝে বেড়ে যাচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

এলেঙ্গা হাইও‌য়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, মহাসড়কে গাড়ির অনেক চাপ রয়েছে। তবে গাড়ি কোথাও থেমে নেই। ৫‌ কি‌লো‌মিটার গতিতে সড়‌কে যানবাহন চলাচল করছে।

শেখ সোহান 

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাকাটাঙ্গাইলবঙ্গবন্ধু | সেতু | মহাসড়কে | ৩০ | কিলোমিটার | এলাকায় | যানজট