আর্কাইভ থেকে করোনা ভাইরাস

নেপালে একদিনে করোনায় মৃত্যু ১৬৮

নেপালে একদিনে করোনায় মৃত্যু ১৬৮

বিশ্বে বর্তমানে করোনা মহামারির কেন্দ্রস্থলে পরিণত হয়েছে ভারত। এর আঁচ পড়েছে প্রতিবেশী দেশ নেপালে। দেশটিতে একদিনে শনাক্ত হয়েছে নয় হাজারের বেশি করোনা রোগী। প্রাণঘাতী এই ভাইরাসে একদিনে মারা গেছে ১৬৮ জন।

নেপালের গণমাধ্যম জানায়, বুধবার রাত থেকে নেপালের ভক্তপুর শহরে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অক্সিজেন না থাকায় হাসপাতালগুলো রোগী ভর্তি করাচ্ছে না।

এদিকে, অক্সিজেন ও আইসিইউ বেড সংকট রাজধানী কাঠমান্ডুর অন্তত ৬টি হাসপাতালেও। অক্সিজেন ও আইসিইউ বেড সংকটের কারণে রোগী ভর্তি বন্ধ রয়েছে। সংকট মোকাবিলায় অক্সিজেন সিলিন্ডারের বন্টন নিয়ে সরকারকে টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে নেপালি সুপ্রিম কোর্ট।

করোনার প্রাদুর্ভাবের কারণে এখন পুরোপুরি বা আংশিক লকডাউনের আওতায় রয়েছে নেপালের বেশিরভাগ অঞ্চল। কাঠমান্ডুতে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে ২৭ মে পর্যন্ত।

ভারতে করোনাভাইরাসের ভয়াবহতা দেখেও সরকারের নিস্ক্রিয়তায় নেপালে পরিস্থিতির অবনতি হয়েছে বলে মনে করছে সমালোচকরা।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন নেপালে | একদিনে | করোনায় | মৃত্যু | ১৬৮