আর্কাইভ থেকে করোনা ভাইরাস

বিশ্বে করোনায় মৃত্যু আরও সাড়ে ১২ হাজারের বেশি

বিশ্বে করোনায় মৃত্যু আরও সাড়ে ১২ হাজারের বেশি

বিশ্বে গেল ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে সাড়ে ১২ হাজার জনের বেশি। একই সময়ে আক্রান্ত হয়েছে প্রায় সাত লাখ মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ৬৪ হাজার ১৩ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৫ লাখ ৯৯ হাজার ৩১৪ জনের।

পরিসংখ্যান বলছে, বিশ্বে গেল ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু এবং আক্রান্ত হয়েছে ভারতে। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে তিন লাখ ২৬ হাজার জনের বেশি। মারা গেছে তিন হাজার ৮৭৯ জন। করোনায় মৃত্যু এবং আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলেও সাম্প্রতিক সময়ে ভারতের অবস্থা শোচনীয়। মৃত্যু এবং আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি পৌনে ৪৪ লাখ জন। মারা গেছে দুই লাখ ৬৬ হাজারের বেশি।

শুক্রবার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে। এদিন ল্যাটিন অ্যামেরিকার দেশটিতে মারা গেছে দুই হাজার ১৮৯ জন। একই সময়ে আক্রান্ত হয়েছে সাড়ে ৮৪ হাজার। ব্রাজিলে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে চার লাখ ৩২ হাজার জন।

একদিনে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৭৩৩ জন। আক্রান্ত হয়েছে আরো ৪০ হাজারের মতো মানুষের শরীরে।

করোনায় একদিনে ল্যাটিন অ্যামেরিকার দেশ আর্জেন্টিনা ও কলম্বিয়ায় মারা গেছে প্রায় ৫শ’ জন।

এছাড়া রাশিয়ায় একদিনে মারা গেছে প্রায় চার শ’ জন।  

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৩৩ লাখ ৭১ হাজার জন। মোট সংক্রমিত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সোয়া ১৬ কোটি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বে | করোনায় | মৃত্যু | আরও | সাড়ে | ১২ | হাজারের | বেশি