আর্কাইভ থেকে এশিয়া

গাজায় হামাসপ্রধানের বাড়িতে ইসরায়েলি বোমা হামলা

গাজায় হামাসপ্রধানের বাড়িতে ইসরায়েলি বোমা হামলা

ফিলিস্তিনের গাজায় হামাসপ্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়ি লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার ভোরে ইসরায়েলি বিমান থেকে বাড়িটিতে বোমা নিক্ষেপ করা হয়।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, এক খবরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে হামাসের আল-আকসা টেলিভিশন। তবে হামাসপ্রধান আহত বা নিহত হয়েছেন কি না সে বিষয়ে কিছু বলা হয়নি।

২০১৭ সাল থেকে গাজায় হামাসের রাজনৈতিক ও সামরিক শাখার নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইয়াহইয়া আল সিনওয়ার। আল-আকসা টেলিভিশন জানায়, ওই হামলার জবাবে সকালে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও দক্ষিণের শহরগুলোতে রকেট হামলা চালিয়েছে হামাস।

এদিকে, রোববার সকালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে আরও চার ফিলিস্তিনি। আহত হয়েছে কমপক্ষে ১২ জন। সকালের হামলায় ধসে পড়েছে দুটি ভবন।

গাজায় গেল সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৯। এর মধ্যে ৪৯ শিশু রয়েছে। নিহত ১৪৯ জনের মধ্যে ১৩ জন অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। গাজায় সপ্তাহজুড়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছে কমপক্ষে ৯৫০ জন।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | হামাসপ্রধানের | বাড়িতে | ইসরায়েলি | বোমা | হামলা