আর্কাইভ থেকে ফুটবল

অ্যালিসনের গোলে শেষ রক্ষা লিভারপুলের

অ্যালিসনের গোলে শেষ রক্ষা লিভারপুলের

গোল বাঁচানোই তার কাজ। সেই কাজটা ইদানীং খুব ভালো করতে পারছিলেন  বলে না সমালোচনাও শুনতে হচ্ছিল অ্যালিসনকে। গোলবারের সামনে সেই সমালোচনার জবাব খুব ভালোভাবে দিতে পারেননি, তবে আজ এমন একটা কাজ করেছেন, যাতে তার সাম্প্রতিক ভুলগুলো ভুলে যাবেন লিভারপুল সমর্থকেরা। অ্যালিসন যে ঐতিহাসিক এক গোল করে লিভারপুলকে জিতিয়েছেন রোমাঞ্চকর এক ম্যাচ! 

রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলায় প্রতিপক্ষের মাঠ থেকে ২-১ গোলের জয় নিয়ে ফিরেছে লিভারপুল। রবসন কানু ওয়েস্ট ব্রুমউইচকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান মোহামেদ সালাহ। যোগ হওয়া সময়ের শেষ মুহূর্তে ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ডের  কর্নারে হেড করে অ্যালিসন মান বাঁচিয়েছেন লিভারপুলের। এই জয়ে বাঁচিয়ে রেখেছেন আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার আশাও। 

লিভারপুলের প্রায় ১২৯ বছরের ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসেবে প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে গোল পেলেন অ্যালিসন।

লিভারপুল প্রিমিয়ার লিগের মুকুট হারিয়েছে আগেই। শঙ্কা জেগেছিল শীর্ষ চারের আশাটুকুও আরও ফিকে হয়ে যাওয়ার। শেষ পর্যন্ত স্বস্তির জয়ে ৩৬ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। তৃতীয় স্থানে থাকা লেস্টার সিটির পয়েন্ট ৬৬। লিগের বাকি মাত্র দুই রাউন্ডের খেলা।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন অ্যালিসনের | গোলে | শেষ | রক্ষা | লিভারপুলের